নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরের আমঝুপিতে তারুণ্যের উৎসব

মেহেরপুর অফিস: ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ শীর্ষক পরিচ্ছন্ন অভিযান, পিঠা উৎসব উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের মেলা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক পরিচ্ছন্ন অভিযান পিঠা উৎসব আমঝুপি রাজনগর বারাদী ডিগ্রি কলেজের আয়োজনে তারুণ্য মেলার উদ্বোধন ও কলেজ অঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল জামান। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন। তিনি বলেন, আগে মানুষকে বদলাতে হবে মানুষ বদলালেই দেশ বদলাবে। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কষ্টকর। ভালোবেসে দেশের প্রতি জীবন দিয়ে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার মান সম্মত করতে হবে। আজকের ছাত্র ভবিষ্যদের আলো। দেশের প্রতি আস্থা এবং ভরসা রাখতে হবে। আগের সরকার মানুষের ভোটের অধিকার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো তাই তারা দেশ ছেড়ে পালিয়েছে।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত আব্দুল্লাহ আল আমিন বলেন, আমাদের ভালোবাসার জায়গাটা শক্ত রাখতে হবে। তরুণরা সবকিছু করতে পারে। তরুণরা দেশের গর্ব, তরুণরা নিষ্পাপ কলঙ্ক, তরুণরা বিপ্লব করতে পেরেছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক দারুস সালাম হীরক। স্বাগত বক্তব্য রাখেন আমঝুপি রাজনগর বারাদী কলেজের গভর্নিং বডির শিক্ষক মাহফুজা হোসেন ফারাজী কল্যাণী। এছাড়াও বক্তব্য রাখেন গভর্নিং বডি সভাপতি মো. মারুফ আহমেদ বিজন, সদস্য মো. জাব্বারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, মো. হাসনাত জামান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক নফিজ খান, মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান শিশির, শিক্ষক আব্দুল খালেক, মাহফুজুর রহমান অশেষ, আজাদ আলী, ফররুখ আহমেদ উজ্জ্বল, আলীবর্দি খান, মাসুদ রেজা, ওয়াহিদা খাতুন, মাজহারুল ইসলাম হেলেন, সোহরাব হোসেন, তৌহিদ আলী, আহসানউল্লাহ, মোজাম্মেল হোসেন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More