নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় আলোকিত করে তুলতে হবে
চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে শিক্ষক দিবস পালিত : আলোচনাসভায় বক্তারা
স্টাফ রিপোর্টার: দেশে প্রথমবারে মত সরকারিভাবে শিক্ষক দিবস পালিত হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই সেøাগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনাসভা ও সম্মাননাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে। মানুষ গড়ার কারিগর শিক্ষক। শিক্ষকতা একটি মহৎ পেশা। আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের বিকাশের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার দূরীকরণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের কর্ণধার হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব’।
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে শিক্ষক দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে, সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে ব্লাড গ্রুপিং নির্ণয় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শিক্ষক কমিটির আহ্বায়ক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহাসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ। এ সময় চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদরাসা, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে শিক্ষকদের একটি র্যালি রেব হয়ে আলমডাঙ্গা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষক অফিসার ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা। বিশেষ অতিথি ছিলেন হারদী এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রহিম, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার সুপার সিরাজুল ইসলাম, কাবিলনগর নছরুল উলুম আলিম মাদরাসার সুপার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পাঁচলিয়া জামান উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব হোসেন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মডেল স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম। আলোচনাসভায় উপস্থাপনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শিক্ষক সমাজের আয়োজনে দামুড়হুদা উপজেলা শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক দিবস। এ সভায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ. গফুর, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান, অধ্যাপক জমসেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হুমায়ুন কবীর, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাস, কাস্টমস কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা পারভিন, আলাউদ্দিন, মাও. শফি উদ্দিন, বুইচিতলা-বড়বলদিয়া মাদরাসার অধ্যক্ষ আবু তালহা, সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল্লাহ, দর্শনা সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান জুয়েল, পিংকুপাল, মোস্তাফিজুর রহমান, মিল্টন কুমার সাহা, গিয়াস উদ্দিন, মাও আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪ ভাগে উপজেলা ১২ জন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শ্রেষ্ট শিক্ষকদের মধ্যে রয়েছেন, প্রতিষ্ঠান প্রধান দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ডিএস মাদরাসার অধ্যক্ষ জুলফিকার আলী, কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসার জহরুল ইসলাম, দামুড়হুদা পাইলট হাইস্কুলের ফাহমিদা রহমান। দর্শনা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. সেলিম মোর্শেদ, দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের ফারুক হোসেন, শফিকুল ইসলাম, ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজি, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার, মনিরুল ইসলাম ও দর্শনা পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন পারভিন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
জীবননগর ব্যুরো জানিয়েছে, প্রথম বারের মত জীবননগর শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য রালি, আলোচনাসভা ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। সকালে উপজেলা ক্যাম্পাস হতে বর্ণাঢ্য এক র্যালি বের করা করা হয়। র্যালিটি বাজি-বাজনা সহকারের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্ত শুরু’ প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলী আখতার, ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আহমেদ ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন। এ ছাড়াও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, উপজেলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাও.আব্দুল খালেক, আন্দুলবাড়িয়া সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তকারুজ্জামান। অনুষ্ঠান শেষে এ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদা এদিব চৌধুরী, হাসাদাহ মডেল কামিল মাদরাসার প্রভাষক আখতার হোসেন, মনোহরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর জুবাইদা ইয়াসমিন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল আহমেদ ও জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিয়াউর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, আলোচনাসভা ও র্যালির মধ্যদিয়ে মেহেরপুরে শিক্ষক দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল। মেহেরপুরে শিক্ষক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক। সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন এবং আতিয়া খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন, মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।
এদিকে শিক্ষক দিবস পালন উপলক্ষে এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল। মেহেরপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, প্রধান শিক্ষক তাজউদ্দীন, ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আলোচনাসভা ও র্যালির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মুজিবনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার মো. কামাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্ত্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসে। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশীদ, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য এনামুল কবির, প্রভাষক জাহির হোসেন চঞ্চল, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম ফারুক, বক্ষতিয়ার হোসেন, আওলিয়া খাতুন ও প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল হাই ও আজহারুল হক প্রমখ। এ সময় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শুরুতে উপজেলার ৬জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৩জন প্রাক্তন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।