নগদ টাকা ভ্যানের যন্ত্রাংশ ও ব্যাটারি উদ্ধার : আটক-৩

জীবননগর থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত পাখিভ্যান

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযান ছিনতাইকৃত পাখিভ্যান নগদ টাকা, ভ্যানের যন্ত্রাংশ ও ব্যটারি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
জানা গেছে, দর্শনা থানাধীন তিতুদহ গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে মো. জিহাদ হোসেন (১৩) ২৯ মার্চ সকাল ৯টার দিকে তার দাদার ব্যাটারি চালিত পাখিভ্যান নিয়ে সরোজগঞ্জ বাজারে ঘুরতে যায়। বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি সরোজগঞ্জ বাজার থেকে ৬০০ টাকা ভাড়ার বিনিময়ে জীবননগর উপজেলার সন্তোষপুর বাজারে পাখিভ্যানটি নিয়ে আসে। এরপর দুপুর ১২টার দিকে বিল্লাল হোসেন কৌশলে জিহাদ হোসেনকে একতারপুর বাওড়ের পাশে আখক্ষেতের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে জিহাদের গলা চিপে ধরে বিল্লাল মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে জোরপূর্বক ব্যাটারি চালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হলে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গোপনে নিবিড়ভাবে তদন্ত শুরু করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার বিকেল ৫টায় এজাহারনামীয় আসামি বিল্লাল হোসেনকে দর্শনা থানার তিতুদহ বাজার থেকে আটক করে। আটককৃত আসামির নিকট হতে পাখিভ্যান বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্যমতে জীবননগর উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ার তমেত মন্ডলের ছেলে মো. নবীছদ্দিনের নিকট থেকে ছিনতাইকৃত ভ্যানের কাঠের বডি এবং উথলী কামার পাড়ার আয়ুব আলীর ছেলে মো. আব্বাস আলীর আঁখি সাইকেল স্টোর থেকে ৪টি চায়না কোম্পানির পুরাতন ব্যাটারি উদ্ধার করে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More