দৌলতপুরে বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জাহানারা বেগম (৪০) নামের বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টার দিকে দৌলতখালী গ্রামের এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জানা যায়, গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি দৌলতখালী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হকসহ কয়েক শ এলাকাবাসী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে ভুক্তভোগীর ভাতিজা আরিফ হোসেন বলেন, আমার ফুফু বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি অন্যদের মতো চলাফেরা ও সংসারের সব কাজ করতেন। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার সকালে দাঁড়ের পাড়া গবরগাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানে জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিবস্ত্র জাহানারার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাতিজা আরিফ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন জাহানারা। পরে আর বাড়ি ফেরেনি। জাহানারা বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারতেন। তিনি মানুষের বাসা-বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। তারা বলেন, আমরা সকালে খবর পাই বিবস্ত্র অবস্থায় তার মরদেহ গাছে ঝুলছে। গিয়ে দেখি জামা কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More