দেশের সকল মানুষের পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনাসভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গায় মুজিববর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু তারেক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ক্যাব চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। আলোচনাসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ছিলো এ দেশের গণমানুষের কল্যাণ নিশ্চিত করা। তার এ স্বপ্নকে বাস্তব করার নিমিত্তে বর্তমান সরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। ফলশ্রুতিতে সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালে উন্নতদেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে এবং দেশের সকল মানুষের পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে।