স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। এ সময়ে করোনাকে জয় করে জনগণের সুরক্ষা নিশ্চিত করায় দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। প্রতিবছরের মতো আনুষ্ঠানিকতার জাকজমক নেই, নেই হাজারো নেতাকর্মীর পদচারণা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণ করতে আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকর্মী সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশেই সংক্ষিপ্তভাবে মুখ মাস্ক আর দূরত্ব বজায় রেখেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা জানান, করোনা দুর্যোগে বরাবরের মতো গণমানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সঙ্কটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ বলে জানান নেতারা। নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাওয়ার আশা তাদের।
চুয়াডাঙ্গায় পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৬টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, দফতর সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, ত্রান বিষয়ক সম্পাদক এ. নাসির জোয়ার্দার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দার অনিকসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। যে কোন দুর্যোগে আওয়ামী লীগ দেশের মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আওয়ামীলীগ সরকারের সময়ে দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে আর কোনো দল ওই ধরণের উন্নয়ন করতে পারেনি। আ.লীগের ঐতিহ্যকে ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে অনুস্মরণ করতে হবে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ আ.লীগ, মহিলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ.লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল রোডে মাস্ক বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নিজ হাতে মাস্ক বিতরণ, মশক নিধনের স্প্রে ও আগাছা পরিষ্কার করে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদস্য সৈয়দ ফরিদ আহম্মেদ, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুল আলিম, মাহাবুল ইসলাম সেলিম, খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর, সাবেক দফতর সম্পাদক শেখ সামি তাপু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
অপরদিকে, বিকেলে চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও অলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঠাকুরপাড়া জামে মসজিদের ইমাম সহিদুল ইসলাম। শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রহিদুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন যুবললীগের সভাপতি হুমায়ুন কবীর বনফুল। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিপ্লব হোসেন, পিরু, মাসুদুর রহমান মাসুম, সৈকত, বিপুল, নোমান, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাভাপতি রাশেদুজ্জামান পলাশ প্রমুখ। আলোচনাসভা শেষে শঙ্করচন্দ্র এলাকায় ৪শ’ টি বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরাপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে সবাই বাড়িতে অবস্থান করার কারণে কেক কাটা অনুষ্ঠনটি সীমিত করা হয়।
৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে সবাই বাড়িতে অবস্থান করার কারণে কেক কাটা অনুষ্ঠনটি সীমিত করা হয়।
চুয়াডাঙ্গা মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুলের সভাপতিত্বে সকাল ৭টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকাল সাড়ে ৪ টার দিকে কেক কেটার পর আলোচনা ও দোয়ার অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস নান্নু। বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা নবীছদ্দি, সাইদুর, অহিদ, আশা, সাবেক মেম্বার বাবলু হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনিছদ্দিন ও আব্দুর রাজ্জাক, মুক্তার জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা সাইদুর হক বিশ্বাস হেলাল, বাবু, মিকাইল, তোফাজ্জেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা যুবায়ের আহমেদ সাব্বির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রান্ত, ছাত্রলীগ নেতা সেতু প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া পরিচালনা করেন ইউনিয়ন এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, আলম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, আবু ডালিম, জাহাঙ্গীর আলম, গোলাম সরোয়ার সদু, কলেজছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, বাদশা, রকি, সাকিব,সজিব, টিটন, রুমান প্রমুখ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেলে মুন্সিগঞ্জ পশুহাট চত্বরে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মতিয়ার রহমান, ইসলাম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, আনারুল ইসলাম, দফতর সম্পাদক মতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মিনাজ, আবু তাহের, ইসলাম, আনিসুর রহমান, ইশতিয়াক, মনছের, লিপন, সিদ্দিক, মিঠু, রবিউল, আবুল কালাম, হাসেম মাহমুদ পয়সা, হুমায়ুন, মিনা, মস্তফা, বিপ্লব, রতন, আকাশ, তরিকুল, শুভ, বাপ্পি, রনি, মামুন, মিল্টন, সেলিম, হাপি, রাসেল, মিনারুল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির মেহেরপুরস্থ বাসভবনে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক জাতীয় পতাকা ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম দলীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কাজি শহিদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদক রুত শোভা ম-ল, সাংগাঠনিক সম্পাদিকা তাসলিমা সাদিক, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ। এর আগে সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহেরপুরের দলীয় নেতা-কর্মীদের সাথে যুক্ত হন।
এদিকে একই দিন সকালে শহর আওয়ামী লীগ ও জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটি পালন করে। এদিন সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা যুবলীগের সদস্য ইয়ানুচ আলী, সাজিদুর রহমান সাজু প্রমুখ।
এদিকে এদিন সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এমপি’র মেহেরপুরস্থ বাসভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জেলা ছাত্রলীগ, জেলা যুব মহিলা লীগ দিবসটি পালন করেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা, আলোচনাসভা দোয়ার মাহফিলের আয়োজন করে গাংনী উপজেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মনিরুজামান, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, মটমুড়া ইউপি আ.লীগের সভাপতি আবুল হাসেম, কাথুলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রাইপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুজামান মঙ্গল, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল প্রমুখ।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে উত্তর নারায়নপুরে সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক তুর্ফি, সাংগঠনিক সম্পাদক আলী আকবার, ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক আমির বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক গাজী আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন দিপু সাবেক ছাত্র নেতা মোকলেচুর রহমান শিলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি সাইদ রেজা সাইদ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুরে এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খাঁন চঞ্চল। এ সকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আ.লীগের সভাপতি অমল কুন্ডু, জেলা কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, ফতেপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য এম.এ আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ