দেখা মেলেনি সূর্যের হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন
চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত
স্টাফ রিপোর্টার: শীতে কাঁপছে গোটা চুয়াডাঙ্গা। কনকনে ঠা-া আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। সারাদিন দেখা মেলেনি সূর্যের। তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। এ জেলার তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিন্তু কমেনি শীতের দাপট। গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের কুয়াশা আর সকালে তীব্র শীতের সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। কনকনে ঠান্ডা বাতাসের কাছে কাবু হচ্ছে প্রাণিকূল। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আরও বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের দাপট আরও তীব্র হচ্ছে।
এদিকে মধ্যরাত থেকে ঝিরিঝিরি কুয়াশায় সকালে দৃষ্টিসীমা কমে আসে। যানবাহনগুলো সকাল পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করেছে। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের কারণে কয়েক দিন ধরেই জেলার হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ঠা-াজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া ও মেডিসিন বিভাগে রোগীদের ভিড় দেখা গেছে বেশি। গত কয়েক দিনের ঘন কুয়াশার কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু ক্ষেত ও বোরো ধানের বীজতলা রক্ষায় বিশেষ সতর্কতা জারি করেছে। অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ধানের বীজতলা বিকালে সেচ দিয়ে পরের দিন সকালে পানি বের করে দিতে হবে। এছাড়া সকালে চারার ওপর থেকে শিশির সরিয়ে দেয়া, সম্ভব হলে রাতে ঢেকে দিতে হবে। বীজতলা চাল হলে জিপসাম ও ইউরিয়া সার দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। আলু ক্ষেতে আগামধসা ও নাবিধসা ছত্রাক যাতে না লাগে, সে জন্য ছত্রাকনাশক স্প্রে করতে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ঘন কুয়াশায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে নামতে বাধাগ্রস্ত হওয়ায় এবং উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সপ্তাহজুড়ে এমন পরিস্থিতি থাকবে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার কার্যযালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জেলা পরিষদ থেকে জেলায় এখন পর্যন্ত শীতার্ত মানুষের জন্য ১৮ হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া দুটি এনজিও আরও এক হাজার কম্বল বিতরণ করেছে।
এদিকে, শীতের মাধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দেখছে আবহাওয়া অফিস। এ সময় কমবে রাত ও দিনের তাপমাত্রা। গতকাল এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তিনি জানান, বর্তমানে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। আজ রোববার সকাল থেকে কাল সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে দর্শনা প্রেসক্লাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার ইকরামুল হক পিপুল, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ হোসেন রয়েল। অন্যদিকে পৃথকভাবে চুয়াডাঙ্গা মেট্রো অফিসে বিএম মকবুল হোসেন, তরিকুল ইসলাম, জাকারিয়া আলম, ফিরোজ হোসেন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্রের মধ্যে ছিলো কার্ডিগেন সোয়েটার।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল, জ্যাকেট, চাঁদর ও শিশুদের গরম কাপড় বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন ‘ওরা বন্ধু সংঘ’। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সেচ্ছাসেবী সংগঠন ‘ওরা বন্ধু সংঘ’র’ দামুড়হুদা মালিথা মার্কেটের ২য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ‘ওরা বন্ধু সংঘের’ প্রতিষ্ঠাতা সভাপতি মুরশেদ বীন ফয়সাল তানজিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ ইট ব্রিকসের পরিচালক হাজি আব্দুল কাদির। ‘ওরা বন্ধু সংঘ’র উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক সাংবাদিক হাফিজুর রহমান কাজলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো: ইমরান হোসেন, ইঞ্জি. আক্তারুল ইসলাম, মোস্তফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা শাকিল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আসলাম মিয়া, সাবেক ক্যাশিয়ার আব্দুল হাদী আমেদ, সদস্য জোবায়ের, রুবেল প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক সজীব হাসান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ। প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটি দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ‘শতাধিক অসহায়, দরিদ্র, বিধবা, স্বামীপরিত্যক্তা, দিনমজুর, নৈশ্য প্রহরী, ভ্যানচালক, অক্ষম নারী-পুরুষ ও শিশুদের মাঝে এই শীতবস্ত্র উপহার বিতরণ করেছেন।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় কাটাবাগান পাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদারের নিজ উদ্যোগে কম্বণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, মো. মঞ্জু, যুবদল নেতা তারিকুল ইসলাম প্রমুখ।
অপরদিকে কার্পাসডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় কার্পাসডাঙ্গা ফাযিল মাদরাসা প্রাঙ্গণে লংকাবাংলা ফাউন্ডেশন কুষ্টিয়া ফাইন্যান্স পিএলসি শাখার আয়োজনে কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক নায়েব আলী। বিশেষ অতিথি ছিলেন ক্লাস্টার ম্যানেজার শাহাদাৎ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার আহসান হাবিব, নাসির উদ্দিন, শাফায়াত হোসেন, সেলিম হোসেন, ওহিদুল ইসলাম, ইউনুচ আলী, রুবেল, খোকন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে আমদাহ ইউনিয়নে বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগে অসহায় গরিব দুঃখি মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গকাল শনিবার বিকেল ৩টার সময় আমদাহ ইউনিয়ন পরিষদে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক-ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্মআহ্বায়ক মো. তামিম ইসলাম, যুগ্মআহবায়ক শিশির, হাসনাত, ইয়াসিন আহমেদ সিয়াম, জীবন, সাফি ও বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুরের অন্যান্য সদস্যবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.