দুর্নীতিবাজরা কখনোই চাইবে না দুর্নীতি বন্ধ হোক
চুয়াডাঙ্গা পৌর এলাকার জামায়াতের গণ-সমাবেশে অ্যাড. রাসেল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা ও তালতলায় জামায়াতের গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় কুলচারা মোড়ে জামায়াতের গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা কখনোই চাইবে না বাংলাদেশ দুর্নীতি বন্ধ হোক চাঁদাবাজি বন্ধ হোক। সুতরাং যারা চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না আগামী নির্বাচনে তাদেরকে নির্বাচিত করতে হবে। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, পৌর কর্মপরিষধ সদস্য মতিউর রহমানও দেলোয়ার হোসেন প্রমুখ। এদিকে ৬নং ওয়ার্ডের তালতলা কড়ুইতলা মোড়ে রাত সাড়ে ৮টায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম ও ৭নং ওয়ার্ডের গণ-সমাবেশে সভাপত্বি করেন ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.