দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন। এসময় দ-িত ৬ ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ অভিযান চালান দামুড়হুদা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। এসময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় বিভিন্ন অপরাধে ৬জন ব্যবসায়ীকে অভিযুক্ত করে ২ হাজার ৯শ টাকা জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতে দ-প্রাপ্তরা জরিমানার অর্থ নগদে পরিশোধ করে মুক্ত হন। আদালত পরিচালনায় সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের এসআই রাজু আহমেদ।