দামুড়হুদা থেকে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে গেলো শিক্ষার্থীরা

প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা থেকে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে নিয়ে গেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা থেকে সংগ্রহকৃত ত্রাণের বিভিন্ন উপকরণ নিয়ে বন্যার্ত এলাকার উদ্দেশ্য রওনা হয়। ত্রাণ সংগ্রহের পৃষ্ঠপোষকতায় ছিলেন শিক্ষার্থী জিতু আহসান, রাশেদ হাসান, সাকিব আল হাসান, নাসিম বিশ্বাস, রোহান রেজা, মোস্তফা কামাল, জাহিদ হাসান, জিহাদ হাসান, সম্পা আক্তার, শিমু আকরাম, সানজিদা, সিনথিয়া, বন্যা, ফারিয়া ও রেনু প্রমুখ। শিক্ষার্থী জিতু আহসান জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণের বিভিন্ন উপকরণ ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা হয়। সে সব উপকরণ গুলো একত্রিত করে ৬৫০ বস্তায় সমবন্ঠন করা হয়। গতকাল শনিবার বিকেলে এসব ত্রাণ সমগ্রী নিয়ে বন্যার্ত এলাকা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ট্রাকযোগে রওনা করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More