দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন

দামুড়হুদা প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে দামুড়হুদায় সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। সাশ্রয়ী মূল্যে বিক্রয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় খাসির মাংস ৯৫০ টাকা কেজি, প্রতি পিস ডিম ৯ টাকা ৫০ পয়সা, দুধ প্রতি লিটার ৭০ টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রয় করা হয়। দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সরকারের এমন মহতি উদ্যোগে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে করায় বিভিন্ন সমালোচনা জন্ম হয়েছে। পরবর্তী দিনের কর্মসূচি খোলা বাজার, উন্মুক্ত স্থানে করার দাবি করেছেন সচেতন মহল ও স্থানীয়রা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More