দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ মাসিকসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা মডেল থানার (ওসি) মো. হুমায়ুন কবীর, দর্শনা থানার (ওসি) শহীদ তিতুমীর, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির নেতা হাবিবুর রহমান বুলেট, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সহকারী সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মামুনুর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার সদস্য সচিব রাশেদ প্রমুখ। সভায় বক্তারা দামুড়হুদা উপজেলার মডেল মসজিদের রাত্রিকালীন নিরাপত্তা এবং উপজেলার কার্পাসডাঙ্গা সাইক্লোন সেন্টার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন অব্যাবহৃত সরকারি বিল্ডিং ব্যবহার উপযোগী করে চলমান রাখার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। কারণ এসব বিল্ডিং ব্যবহার না হওয়ার ফলে মাদকসহ নানা অপকর্মের ব্যবহার হয়ে আসছে। এছাড়াও সীমান্ত এলাকায় মাদক, স্বর্ণ চোরাচালান, বিভিন্ন সড়কে ছিনতাই-ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সকল ধরনের বিশৃঙ্খলা রোধে দল মত নির্বিশেষে সকলকে প্রশাসনের সহায়তার জন্য আহ্বান জানান উপজেলার নির্বাহী অফিসার তিথিমিত্র।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.