দামুড়হুদা অফিস: দামুড়হুদার জয়রামপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের তিন যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষণ অপচেষ্টার ঘটনায় গতকাল শুক্রবার দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। জয়রামপুর মাঠপাড়া গ্রামের ডাবুর ছেলে স্বাধীন (২০), সুবারেকের ছেলে রাহুল (২০) ও হাসেমের ছেলে শাকিলকে (২২) অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, ঝিনাইদহের ওই স্কুলছাত্রী ছোটবেলা থেকেই দামুড়হুদার জয়রামপুরে মামার বাড়িতে থেকে পড়াশোনা করেন। বছরখানেক আগে থেকে ওই স্কুলছাত্রীর সাথে জয়রামপুর মাঠপাড়ার ডাবুর ছেলে স্বাধীনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা বলার অজুহাতে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক রাহুলের বাড়িতে নিয়ে যায় প্রেমিক স্বাধীন। পরে রাহুল ও শাকিল বাড়ির মেইন গেটে তালা লাগিয়ে বাড়ির বাইরে চলে যায়। রাহুলের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় স্বাধীন। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে পালিয়ে যায় প্রেমিক স্বাধীন। এর মাসখানেক আগেও বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে বাড়ির পাশে একটি বাঁশবাগানে নিয়ে শারীরিক মেলামেশা করে স্বাধীন। এ ঘটনায় গতকাল শুক্রবার ৩ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ হয়েছে, আসামিদের আটকের চেষ্টা চলছে।
এছাড়া, আরও পড়ুনঃ