দামুড়হুদায় ভুট্টা কাটা মামলার আসামী জিহন গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুর গ্রামে ক্ষমতার দাপটে জোর পূর্বক অসহায় নারীর ভুট্টা কাটা মামলার এজাহারভুক্ত আসামি জিহন আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দামুড়হুদার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জিহাদ ওরফে জিহন আলী কোমরপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের অসহায় নারী চামেলি খাতুনের গ্রামস্থ বোস ইট ভাটা সংলগ্ন মাঠের জমিতে লাগানো ভুট্টা জোরপূর্বক কেটে নেয়া হয়। পরদিন (২৮ মার্চ) বাদী হয়ে চামেলী খাতুন ১৪জনকে নামীয় আসামি সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এস আই সিহাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি জিহনকে গ্রেফতার করেন। দামুড়হুদা মডেল থানার এস আই সিহাবুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More