দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি প্রণোদনার খরিপ-১ মরসুমে গ্রীষ্মকালীন মুগ, পাট, ও উফশী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে সার, বীজ বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবা, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, সমবায় অফিসার হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, জালাল উদ্দীন, খালিদ সাইফুল্লাহসহ সকল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন আক্তার বলেন, চলতি মরসুমে এ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৫০০জন কৃষককে উফশী আউশ জাতের ধানের বীজ, ৮০জনকে মুগের বীজ ও ৫০০জনকে পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
গাংনীতে ইউএনও বদলি বাতিলের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.