দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দুই দিনব্যাপী জাতীয় প্রথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ‘সুস্থ দেহ সুন্দর মন’ সেøাগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দামুড়হুদা উপজেলা স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল। দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক মুরশেদ বীর ফয়সাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক তানভীর অনিক প্রমুখ। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিক্ষা পদক প্রযোগিতায় ৫৪টি ইভেন্টে অ্যাথলেট, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.