দামুড়হুদায় ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার
প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানবকল্যাণে কাজ করবে
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার হাসপাতালের ফলক উম্মোচনের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা ডায়াবেটিক সমিতির সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদর সদস্য শফিউল কবির ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলেয়াত করেন দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইখলাছুর রহমান। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, সমিতির কোষাধ্যক্ষ হাজি সহিদুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাড. আব্দুল খালেক, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, হাজি আমজাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মনিরুজ্জামান মনির, প্রভাষক শরিফুল ইসলাম মিঠু, আব্দুল লতিফ, শিক্ষক আবুল কালাম, হারুন অর রশিদ, নওশাদ আলী, হাশেম মেম্বার প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। সকলের সহযোগিতায় হাসপাতালটি সফলভাবে পরিচালিত হবে। ডায়াবেটিক একটি গুপ্ত ব্যাধি। ভদ্রবেশে অভদ্র রোগ। অনেকেই ২৪ ডায়াবেটিক নিয়ে ঘুরে বেড়ান অথচ টেস্ট করান না। একজন মানুষের প্রতিদিন ২২শ’ ক্যালোরি প্রয়োজন। এই ২২শ’ ক্যালোরির বেশীরভাগই নিয়ে থাকি ভাত-রুটি খেয়ে। এই কার্বহাইড্রেট জাতীয় খাবার এড়িয়ে অন্যভাবে পূরণ করতে হবে। আপনি ইচ্ছা করলেই খেয়াল খুশিমতো খেতে পারবেন না। কোন খাবার কখন খাবেন, কতটুকু খেতে পারবেন তার রুটিন থাকতে হবে। তিনি সকলকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য আছে তা পালন হবে। পরিশেষে তিনি হাসপাতালটির সার্বিক সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠানটি এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানবকল্যানে কাজ করবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দামুড়হুদায় ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউসুফ আলী, সেলিম ও বাবু।
এদিকে, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া কওমী মাদরাসাটি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। জেলা প্রশাসক মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে বিশ্ব বাজারে যে কোনো ধরনের প্রতিযোগিতায় টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজি আব্দুল কাদির, মুহতামিম মুফতি রুহুল আমিনসহ মাদরাসা শিক্ষকবৃন্দ।