দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বাজার মনিটরিং সেল টিম দামুড়হুদার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বাজার মনিটরিং সেল টিমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আব্দুর রহমানের তত্ত্বাবধানে বাজার মনিটরিং সেল টিমের সদস্যগণ দামুড়হুদা উপজেলা সদরের মালিক সুপার মার্কেট, সোনালী ব্যাংক সংলগ্ন মালিতা নিউ মার্কেট, মসলেম প্লাজা, তহ বাজার সহ বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করে সেখানকার লেনদেন মনিটরিং করেছেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বাজার মনিটরিং সেল টিমের সদস্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, এনজিও প্রতিনিধি বিল্লাল হোসেন, পেশকার বেঞ্চ সহকারী আবু শাহিলুল্লাহ, প্রসেস সার্ভেয়ার আজিজুর রহমান প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন বাজার মনিটরিং সেল টিমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আব্দুর রহমান বলেন, ব্যবসায়ীদের কর্তৃপক্ষের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় বৈধতার সনদপত্র ও মালামাল ক্রয়ের রশিদ সংরক্ষণ করে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন। এছাড়াও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতেও সর্তক করে বলেন, যদি কোনো অসাধু ব্যবসায়ী ভোক্তার নিকট অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.