দামুড়হুদা অফিস: দামুড়হুদার জয়রামপুরে টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে ১৫ মাসের শিশু সুমাইয়ার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে গর্তের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
জানাগেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর হাজিপাড়ার রশীদের ছেলে আরিফুল ইসলামের একমাত্র কন্যা শিশু সুমাইয়া আনমনে খেলা করছিলো। সকলের অগচরে শিশুটি খেলা করতে করতে হঠাৎ বাড়ির আঙিনার টিউবওয়েলের ধারে চলে যায়। অসাবধানতাবসত শিশুটি টিউবওয়েলের পানি যাওয়া গর্তে পড়ে যায়। ২ ঘণ্টা পর বাড়ির লোকজন তাকে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন টিউবওয়েলের গর্তের পানিতে শিশুটিকে পানিতে ভাসতে দেখে। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। পরে রাত ৯টার দিকে জয়রামপুর হাজিপাড়ার স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।