ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামে ১৬ বছর পর বেদখল জমি দখল দিয়েছেন বিজ্ঞ আদালত। যা ১ শতক জমির ওপর রয়েছে পাকা স্থাপনা ৪টি দোকান। ওই জমির বাদীপক্ষ দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মৃত সেলিম মন্ডলের স্ত্রী নাহিদা খাতুন। ১৬ বছর পর জমি দখল পেয়ে চোখের পানি মুছলো নাহিদা খাতুন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা জর্জ কোর্টের আদেশ অনুযায়ী লাল ফ্লাগ ও ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দিল বিজ্ঞ আদালত। বাদীপক্ষ নাহিদা খাতুন জানান, এই জমির জন্য আমার স্বামীর ওপর অমানবিক নির্যাতন চালিয়ে মার্ডার করেছিল বিবাদীপক্ষ মিনারুল ও শহিদুল ইসলামের পরিবারের লোকজন। দীর্ঘ ১৬ বছর কোর্টে মামলা চালিয়ে আজ জমি বুঝিয়ে দিলো বিজ্ঞ আদালত। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত সূত্রে জানা গেছে, আইন সবসময় তার নিজের গতিতে চলে। দীর্ঘদিন কোর্টে মামলা চালিয়ে এই জমির প্রকৃত মালিক নাহিদা খাতুন। আইন অনুযায়ী রায় ডিক্রী পাওয়ায় আজ প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হলো। এই জমির ওপর বিবাদীগণ কোন প্রকার বাধা প্রদান করিলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে বিজ্ঞ আদালত। দখলদারির সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জর্জ কোর্টের জারীকারক আব্দুল করিম (ঝন্টু), কমিশনার ইকলাছুর রহমান, ঢুলি খায়রুল ইসলামসহ অসংখ্য গ্রামবাসী।
পূর্ববর্তী পোস্ট
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় যেসব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.