দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দর্শনা পরাণপুর-কালিদাসপুর সড়কে ছিনতাইকারীরা তান্ডব চালিয়েছে। সড়কের দুধারে দড়ি দিয়ে ব্যারিকেট তৈরী করে সাংবাদিক মানিকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা। এ সময় মানিককে বেধড়ক পিটিয়ে করা হয়েছে আহত। থানায় করা হয়েছে অভিযোগ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদার জয়রামপুর কলোনীপাড়ার রবিউল ইসলাম বাবলুর বড় ছেলে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক কুড়ুলগাছির উদ্দোশ্যে যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে। পথিমধ্যে মানিক দর্শনা পরানপুর-কালিদাসপুর সড়কে পৌঁছুলে ৪-৫ জনের মুখোশধারী ছিনতাইকারীচক্র রাস্তার ওপর দড়ি টাঙিয়ে র্যারিকেট সৃষ্টি করে। মোটর সাইকেলের গতিরোধ করে ছিনতাকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মানিকের ব্যবহৃত ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। বাধা দেয়ার চেষ্টা করলে মানিককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এক পর্যায়ে বাধন খুলে কোনরকম পৌঁছান পরাণপুরে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ পৌঁছে মানিককে উদ্ধার করেছে। এ ঘটনায় ওই রাতেই মানিক দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন। মানিককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ছিনতাইয়ের ঘটনা, ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার বা ছিনতাইকৃত মালামাল উদ্ধার হয়েছে কী-না জানার জন্য দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের ওপর ছিনতাইকারীদের হামলা, মোটরসাইকেল ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভায় ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়। গতকাল বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভায় এঘটনার তীব্র নিন্দা জানানো হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর আলম মানিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় দামুড়হুদা প্রেসক্লাবসহ দামুড়হুদা উপজেলার সকল সাংবাদিকরা একত্রিত হয়ে কঠোর আন্দোলনে নামবে বলে হুশিয়ার দেয়া হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.