দামুড়হুদার মজলিসপুরের লিংকন যৌতুক মামলায় গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মজলিসপুর গ্রামের জুবায়ের রহমান লিংকনকে যৌতুক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জুবায়ের রহমান লিংকন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের মো. মঈনুল ইসলামের ছেলে। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
থানা পুলিশসূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে দলিয়ার পুলিশ ক্যাম্পের আইসি এসআই সেকেন্দার আবু জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিলে যান দামুড়হুদা থানাধীন মজলিসপুর গ্রামে। এ সময় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের রহমান লিংকনকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, মেহেরপুর জেলার মুজিবনগর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের রহমান লিংকনকে গ্রেফতার করা হয়েছে। গতকালই তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত জুবায়ের রহমান লিংকন চুয়াডাঙ্গা পৌরসভায় কর্মস্থলে চাকরিকালীন প্রথম স্ত্রী রেজুয়ানা পারভীন ও ৫ বছর বয়সী কন্যা সন্তান ঘরে রেখে পরকীয়া প্রেমে (অবৈধ সম্পর্কে) জড়িয়ে পড়েন। তার প্রথম স্ত্রী মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেজুয়ানা পারভীন স্বামী জুবায়ের রহমান লিংকনের বিরুদ্ধে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.