দামুড়হুদার বড়বলদিয়ায় অসহায় জরিনার ঘরবাড়ি অগ্নিকান্ডে পুড়ে শেষ : খবর পেয়ে বৃষ্টি মাথায় ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বড়বলদিয়া গ্রামের শেখপাড়ায় ফরমান ম-লের মেয়ে অসহায় জরিনা (৬৫) এর ঘরবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি জানতে পেরে গতকাল শনিবার দুপুর ১টার দিকে বৃষ্টি মাথায় ছুটে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এইচ তাসফিকুর রহমান। জানা গেছে, গত বুধবার দামুড়হুদার পারকৃষ্ণপুর-ইউনিয়নে বড়বলদিযা গ্রামে জরিনা নামে ব্যক্তির বসত ঘরের সামনে বাচ্চারা খেলা করছিলো। এ সময় তারা আগুন নিয়ে খেলা করছিলো। অসাবধনাবশত সে আগুন লেগে আগুন ধরে যায় জরিনার ঘরে। মূর্হুতেই সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার ৩দিন অতিবাহিত হলেও অসহায় জরিনার পাশে ছুটে যায়নি কেউ। অসহায় জরিনা মানবেতর জীবনযাপন করছেন ও ঘরে খাবার পর্যন্ত নেই এমন খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান অসহায় জরিনার বাড়িতে। বিষয়টা মুঠোফোনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রকে অবহিত করলে কোনো প্রকার কালক্ষেপণ না করে ঘটনাস্থলে ছুটে আসেন এবং অসহায় জরিনার পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয়রা জানায় অসহায় জরিনার স্বামী-সন্তান কেউ নেই। ঘরটাও পুড়ে গেছে। তার পরনের কাপড় ছাড়া আর কিছু নেই; অসহায় জরিনার একটি ঘর ও খাবারের সুব্যবস্থা করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসীসহ সচেতনমহল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.