স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে দাড়িয়ে থাকা ট্যাক্টরে ধাক্কা লেগে দু’যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তবপুর মাদরাসা সংলগ্ন আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দীনের ছেলে সুইট (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও সেলিম উদ্দিনের ছেলে সুইট মোটরসাইকেলযোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাচ্ছিলেন। পুরাতন বাস্তপুর মাদরাসা সংলগ্ন কামারের দোকানের সামনে পৌঁছুলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.