দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতন বাস্তপুরে অগ্নিকান্ডের ঘটনায় নিমিষেই গরুর গোয়াল ঘর, বিচালি, খড়ির গাদা (স্তুপ) পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দামুড়হুদা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরণের দুর্ঘটনার ঘটনা ঘটেনি।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত সরবত আলীর ছেলে বাবুর আলীর বাড়ির পাশ্ববর্তী সার গর্ত (ময়লা আর্বজনা ফেলার স্থান) থেকে আগুনের সূত্রপাত হয়। পর্যায়ক্রমে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী বাবুর আলীর বিচালী, খড়ের গাদা (স্তুপে)। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয় জনগণ দামুড়হুদা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে একদল ফায়ার কর্মী এসে স্থানীয় জনগণের সহাতায় আগুন নিভিয়ে পুরাপুরি নিয়ন্ত্রণ নিয়ে আসে। এ ঘটনায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
হাউলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান বলেন, ধারণা করা হচ্ছে কেউ বিড়ি, সিগারেট খেয়ে অথবা ছাইয়ের স্তুপ সার গর্তে ফেলেছে। আর তা থেকেই আগুনের সূত্র পাত ঘটেছে। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে বাবুর আলীর আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.