নৌকার বিজয় হয়েছে মানেই আপনাদের বিজয় হয়েছে
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকার জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এমপি। শুভেচ্ছা বিনিময়কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন করেছেন তা ইতিহাসে বিরল। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন চুয়াডাঙ্গা-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারাই তার সাক্ষী। বিএনপির সময় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। এখন দৃশ্যমান হয়েছে যোগাযোগ ব্যবস্থা। স্কুল-কলেজ ও মাদরাসায় বড় বড় ভবন হয়েছে। আরও উন্নয়নের কাজ চলমান রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসায় নৌকার বিজয় হয়েছে। আওয়ামী লীগের বিজয় হয়েছে। সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, সাবেক কেরু কর্মকর্তা শেখ শাহাবুদ্দিন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল হাসান, সেলিম উদ্দিন, আব্দুল মতিন, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মুরাদ আলী, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাউসার আলী, নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য মতিয়ার রহমান মতি, নতিপোতা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের এপিএস সাখাওয়াত হোসেন সুমন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার, হোগলডাঙ্গা কলেজের অধ্যক্ষ সাজিদুল ইকাব পাইলটসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.