দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর গ্রামে জুয়েল রানাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দলকা লক্ষ্মীপুর গ্রামে অভিযানে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জুয়েল রানা (২৭) দলকা লক্ষ্মীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল জব্বারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) মো. তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) মো. আবু আল ইমরান, এএসআই (নিঃ) মো. মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুর গ্রামে। এসময় দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর (আউলাদ পাড়া) গ্রামস্থ জনৈক জাহিদুল ইসলাম জাহিদের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে ৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল রানা নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। গতকাল রাতে ডিবি পুলিশের এসআই (উপ-পরিদর্শক) তোরগুল হাসান সোহাগ বাদী হয়ে দুজনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
হাসিনা ও রেহেনাসহ পরিবারের সদস্যদের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.