দামুড়হুদার তিন বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি টগর
সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদেরও সোনার মানুষে পরিণত করতে হবে
মাথাভাঙ্গা ডেস্ক: দামুড়হুদা উপজেলার তিন বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার জয়রামপুর ও কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয় এবং পীরপুরকুল্লা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গতকাল বুধবার সকাল থেকে আলাদা আলাদা সময়ে তিন বিদ্যালয়ে চারতলা ভিতের একতলা একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
দামুড়হুদার তিন বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পৃথক অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর বলেন, ‘মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার তথা শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলে-মেয়েরা নীতি নৈতিকতা থেকে শুরু করে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সকল শিক্ষা গ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠান হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন দেখার বাতিঘর। মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ সবকিছু বদ্ধ ছিলো। কিছুদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করা হবে।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। সোনার বাংলা বিনির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন শিক্ষার্থীদের সোনার মানুষে পরিনত করা। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’।
এমপি টগর বলেন, ‘আমি যতোদিন আপনাদের ভালোবাসায়, আমার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য হিসেবে থাকবো; ততোদিন এলাকার উন্নয়নে কাজ করে যাবো। উন্নয়ন করাই আমার ধ্যান-জ্ঞান। বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব বিভিন্ন কাজ করছে, এখনও করে যাচ্ছে। আপনাদের সমর্থনে আওয়ামী লীগ সরকারের সাথে থেকে আমার এলাকায়ও শিক্ষাবান্ধব কাজ করেছি। যতোদিন রয়েছি জনগণের উন্নয়নেই থেকে যাবো।
দামুড়হুদা অফিস জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক বাস্তবায়িত একতলা ভবন নির্মাণের চুক্তিমূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলী আহম্মেদ সোনা, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আরশেদ আলী, ইয়াছিন আলী, শাহজাহান আলী, আফিয়া খাতুন, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম প্রমুখ।
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১১টায় পীরপুরকুল্লা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়েও একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনসুর আলী বাঘের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টো, জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী শেখ ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকউর রহমান, সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য আব্দুস সালাম ভুট্ট প্রমুখ।
কুড়–লগাছি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বেলা ১টার দিকে ৭৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি আলী আজগার টগর এমপি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, হাসমত আলী।