দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরের আবুল হোসেনের বিরুদ্ধে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার মেয়ে বাদী হয়ে নিজ পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন। মামলার অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৭টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের বাগানপাড়ার মৃত বিশারত আলীর ছেলে আবুল হোসেন (৪০) বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ মেয়েকে (২১) জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি মেয়ে তার মায়ের সাথে পরামর্শ করে আপন পিতার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষেণর মামলা করেন। মামলার পরপরই অভিযুক্ত আবুল হোসেনকে জয়রামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩ সালের ৯এর(১)ধারায় একটি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। মামলার অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে, আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আজ সোমবার ভিকটিমের জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করানো হবে।