স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ছোটদুধপাতিলার কলম আলী ম-ল ওরফে কল্লোলকে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে মামলাসহ তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে অভিযান চালান। এসময় একই গ্রামের মৃত মফিজ উদ্দীন ম-লের ছেলে কলম আলী ম-ল ওরফে কল্লোলকে (৪৫) আটক করা হয়। তার বসতঘরের শোকেচের ভেতর থেকে উদ্ধার করা হয় ৬শ’ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কল্লোল জানিয়েছেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ার মৃত আশকার আলীর ছেলে আসলাম আলীর (৪৩) কাছ থেকে এ মাদকদ্রব্য নিয়েছেন তিনি। পরে আসলামকে পলাতক দেখিয়ে কল্লোলের বিরুদ্ধে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ