দামুড়হুদার চিৎলায় সাধারণ সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির

আমাদের ডিকশনারিতে নাশকতার কোনো স্থান নেই

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চিৎলা মোড়ে জামায়াতে ইসলামীর সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মো. আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিলো তখন আমরা জামায়াতের নেতা কর্মীরা ঠিক মতো একটি রাতো ভালোভাবে ঘুমাতে পারিনি। একেরপর এক গায়েবি মামলা দেয়া হয়েছে আমাদের নামে। আর আমরা যখন জেলে যেতাম মনে হতো আমরা বড় সন্ত্রাসী তখন আমাদের জায়গা হতো জেলের মধ্যে আরেকটা জেল তার নাম সেল। আর সেই সেলে থাকাটা খুবই কষ্টকর। তার পরও আমরা জেলে গেছি সম্মানের সহিত এবং বের হয়েছি সম্মানের সহিত। আল্লাহ কোথায় দেখেন আজ সেই স্বৈরাচারী সরকারের এক মন্ত্রী যিনি আমাদের শিক্ষা ব্যবস্থা ধংসের দ্বার প্রান্তে নিতে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি হলেন স্বৈরাচারী সরকারের মন্ত্রী ডা. দীপু মনি। আমরা প্রথমে মনে করছিলাম উনি মনে হয় ভালো, কিন্তু পরে দেখি ভালো মধ্যে কালো কিন্তু কালোর মধ্যে যে এতো কালো আমরা কখনো ভাবতে পারিনি। সেই মন্ত্রীকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সাধারণ মানুষ তাকে ঘুষি, লাথি, থুতু মেরে ধিক্কার জানাচ্ছিল। এই হলো কর্মের প্রতিদান। তাই এদের থেকে এই জাতিকে শিক্ষা নেয়া দরকার। জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম পরিপূর্ণভাবে শান্তি ও সমাধানের জীবন বিধান। আমরা সেই আলোকেই নিজেদেরকে গড়ে তুলি সেভাবেই দলকে ও কর্মীদেরকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের ডিকশনারিতে নাশকতার কোনো স্থান নেই। দীর্ঘদিন পরে খোলা মাঠে দাঁড়িয়ে আমরা নতুন করে বাংলাদেশ গড়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করছি। উপজেলার কোথাও কোন নাশকতা ভাঙচুর করা যাবে না, যারা করবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিতে হবে। সম্পদ নষ্ট করলে তা আমাদের দেশের জন্য মানে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমরা কোথাও কোন নাশকতা হতে দেব না কোথাও কোনো নাশকতার সংবাদ পেলে সাথে সাথে তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবুল বাশারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শাখার আমির মো. নায়েব আলী, উপজেলা সেক্রেটারি মাও. মো. আব্দুল গফুর, উপজেলা সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম জিয়া, উপজেলা সহকারী সেক্রেটারী মো. আবেদ উদ দৌলা, হাউলী ইউনিয়ন শাখার আমির মো. ওবায়দুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখার আমির মো. আব্দুর রশিদ, নাটুদা ইউনিয়ন শাখার আমির মাও. ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মাও. আবু হানিফ, মো. মুহসিন আলী, এখতিয়ার রহমান শামসুজ্জুহা, মাও. আব্দুল খালেক, মো. ইসমাঈল হোসেন, মো. আব্দুল গাফফার, মো. আবুস সাত্তার, মো. হাবিবুর রহমান, মো. শামসুল ইসলাম, অ্যাড. হাসিবুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More