ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা চারুলিয়া গ্রামের বিএনপি নেতার ৬ বিঘা জমি লাগানোর উপযুক্ত পেঁপে চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি নেতা আনার আলী দামুড়হুদার নাটুদা ইউনিয়নের চারুলিয়া গ্রামের বাজারপাড়ার রকিব উদ্দীনের ছেলে। গতকাল বুধবার হালদার বাগান মাঠে এ ঘটনা ঘটে। সকালে জমিতে গিয়ে এমন ভয়াবহ দৃশ্য দেখতে পান অনেকে। আনার আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে জমি (পেঁপে বাগান) থেকে বাড়িতে এসেছি। সকালে গিয়ে দেখি সব চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আমি চোখের সামনে এই অবস্থা দেখে থাকবো কি করে। আমার সব শেষ চাষ টিকিয়ে রাখবো কিভাবে। স্থানীয় চাষিরা জানায়, জমিটি পেঁপে চাষের জন্য অনেক পরিকল্পনা ও খরচ করে প্রস্তুত করেছিলেন। তবে কারা এই কাজ করেছে, তা সরাসরি বলতে না পারলেও তিনি ধারণা করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হয়তো ক্ষতি হতে পারে। আনার আলী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পূর্ববর্তী পোস্ট
নাস্তিক চঞ্চলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.