দামুড়হুদার চন্দ্রবাসে জামায়াতের কর্মী সমাবেশে রুহুল আমিন
আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাটুদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। তিনি বলেন, ১৬ বছরে জামায়াতে ইসলামী হাজারো জুলুমের শিকার হয়েছে। তবুও তাদের আদর্শ থেকে একচুল বিচ্যুত হয়নি। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না। তাদের টাকা দিয়ে কেনা যায় না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না। তিনি আরও বলেন, আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত ভেঙে পড়েনি। আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি। গাড়ি বাড়ি করার জন্য জামায়াতের নেতারা রাজনীতি করে না। আমরা জনগণের মুক্তির জন্য রাজনীতিতে এসেছি। নাটুদা ইউনিয়ন জামায়াতের আমির মো. শামসুজ্জোহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসাদুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাও. মহিউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবেদুদোল্লাহ টিটন, উপজেলা নায়েবে আমির মাও. আব্দুল গফুর, শ্রমিককল্যাণ সভাপতি আবুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ২ রবিফুল ইসলাম জিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সামসুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, ওলামা বিষয়ক সম্পাদক মাও. ফজলুল হক। এ সময় সমাবেশে এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.