দামুড়হুদার চন্ডিপুরে প্রবীণদের মিলন মেলা দিনভর একে অপরের সঙ্গে ভাব বিনিময়

হাসমত আলী: ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক প্রবীণদের আপন ঠিকানা’ এ স্লোগান নিয়ে দামুড়হুদার কুড়ুলগাছির চন্ডিপুর গ্রামবাসির  আয়োজনে মানবিক পুলিশ সদস্য বকুলের নিজস্ব অর্থায়নে শতাধিক প্রবীণদের জন্য এক ব্যতিক্রমী ভালোবাসার দিন উপহার দিলেন। গতকাল শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপী গ্রামের পুলিশ সদস্য বকুলেরর বাড়ির সামনে সকাল ও দুপুরে উন্নতমানের খাবারের ব্যবস্থা এবং গ্রামীণ খেলাধুলার পুরস্কারের আয়োজন করেন। অনুষ্ঠানে মানবিক পুলিশ সদস্য বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামের কৃতি সন্তান নড়াইল জেলার খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের প্রবীণ মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে তাদের সমবয়সীদের একত্রিত করে থাকি প্রতিবছর। এতে গ্রামের প্রবীণরা আড্ডায় মেতে ওঠেন। অনুষ্ঠানে সমবয়সী মানুষের সান্নিধ্যে নানা স্মৃতিচারণ, শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্বের বাস্তবতার নানা দিনগুলো তা আলোচনার সুযোগ করে দেয়ায় আমাদের লক্ষ্য। এখানে খেলাধুলার মধ্যে ভাড় ভাঙ্গা, বালিশ বদল ও বালতিতে বল নিক্ষেপ করাসহ অনেক গ্রামীণ খেলার অংশগ্রহণ করে থাকে। প্রবীণ মিলন মেলায় অংশ নেয়া চন্ডিপুর গ্রামের খামারিপাড়ার প্রবীণ বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বলেন, মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে। অনেকের সঙ্গে দেখা হলো। তাদের সঙ্গে আলাপচারিতা, মতবিনিময়ে শৈশবের সেই দিনে ফিরে গেছি। এ রকম আয়োজন আমাদের গর্বে বুক ভরে যায়। তারিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কুড়ুলগাছি প্রতিনিধি হাসমত আলী, সানোয়ার, হাসান, রমজান আলী, ইমাম আব্দুস, মোশারফ, মুহিদুল, বিল্লাল, সবুজ, তাহাজুল, হাফিজুল। এ সময় প্রবীণদের মাঝে উপস্থিত ছিলেন সৈয়দ আলী বাঘ, এলাহী বকশ, আজিজুল হক, তৌহিদ, আনসার উদ্দীন, শাহাজান মোড়ল, ময়না, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মতেহার আলী মেম্বার, মওলা বকশ, নরেন হালদার, হরেন হালদার, বীরেন হালদার, ওসমান, শলফিউদ্দীন, মসলেম, আয়নাল, জয়নাল, মকসেদসহ শতাধিক প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে প্রবীণদের মাঝে উপাহার ও খেলাধুলার পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রবীণদের হাতে তুলে দেয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More