দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দপুর গ্রামের পাঁকা সড়কের পাশ থেকে মূল্যবান দুটি সরকারি শিশু গাছ কাটার অপরাধে অভিযুক্ত আল এমরাজ সিতলকে (৩০) দ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত সিতল দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে ঝন্টু শাহ্’র ছেলে। গতকাল রোববার দুপুরে তাকে অভিযুক্ত করে ১৫ হাজার টাকা অর্থদ- ও ১০ দিনের কারাদ-াদেশ দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান খবর পান উপজেলার গোবিন্দপুর সড়কের সরকারি দুটি মূল্যবান গাছ কাটা হচ্ছে। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পান এবং অভিযুক্তকে পুলিশের সহযোগিতায় আটক করে কাটা পড়ে থাকা গাছ দুটি জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে এইচ তাসফিকুর রহমান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত লোকনাথপুর গ্রামের আল এমরাজ সিতল তার দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে অভিযুক্ত করে কারাদ- ও জরিমানার আদেশ দেন এবং কাটা পড়ে থাকা গাছ দুটি স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে দেন।
ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল ইসলাম, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামস্থ কনিকা সীড কোম্পানির মালিক মো নূর আলম লিটনের কাছ থেকে পনেরো হাজার টাকায় দুটি গাছ ক্রয় করে লোকনাথপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে ঝন্টু শাহ্’র ছেলে আল এমরাজ সিতল। ওই গাছ দুটিই সরকারি গাছ, যা কনিকা সীড কোম্পানির মালিক বিক্রি করেন তার কাছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.