স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কোমরপুর মাঠে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে এক নারীর ৮ বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। গত পরশু সোমবার দিনগত রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন কৃষানি চামেলী খাতুন। ভুক্তভোগী কৃষানি চামেলী খাতুন জানান, মায়ের শরিকানা সম্পত্তি হিসেবে ৮ বিঘা জমি কোমরপুর মাঠে পাই। আমরা আমাদের জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছি। সেখানে সাইনবোর্ড দেয়া আছে জমিটি আমাদের। ৫ই আগস্টের পর সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে আমাদের জমি বুঝিয়ে দেয়। আমরা সে জমিতে ভুট্টার আবাদ করেছি। ফলন্ত ভুট্টাগাছ রাতের আঁধারে সব কেটে দিয়েছে কোমরপুর গ্রামের আমাদের শত্রুরা। তিনি আরও জানান, কোমরপুর গ্রামের মেহেরের ছেলে মনিরুজ্জামান, মনোর ছেলে বাবু, গফুরের ছেলে সেরেগুল, কাওসার, কাওসারের ছেলে হায়দার, মেহের আলীর ছেলে জিহন, মহাসিন, শাহাজান ও রাইজুল্লাহর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। আমি সকালে ভুট্টা ক্ষেতে এসে দেখি আমার জমির ভুট্টাগাছ কাটা। আমি একজন অসহায় নারী। আমি কি ন্যায় বিচার পাবোনা। তারা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে। ফসলের ক্ষতি করছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ন কবির বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.