কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সমিতির নিজ কার্যালয়ে। ভোটযুদ্ধে অংশ গ্রহণ করেছেন ১২টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী। কারা হচ্ছেন সমিতির আগামী তিন বছরের পরিচালনা পরিষদের কর্ণধর সেদিকে নজর কুড়–লগাছিসহ এলাকাবাসীর। প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচরণা শেষ করে ভোটের হিসেব নিয়ে ব্যস্ত রয়েছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা ৬৩৮ জন। চেয়ারম্যান ও ম্যানেজার পদসহ মোট ১২টি পদে ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন তারা হলেন সভাপতি পদে মিজানুর রহমান (চেয়ার) ও ইদ্রিস আলী (ছাতা)। সহ-সভাপতি পদে ফিরোজ মুন্সি (তালাচাবি), আশরাফুল হক আশা (হাতপাখা) ও আব্দুল হাকিম বেকারি (হাঁস)। ম্যানেজার (সম্পাদক) পদে আব্দুল হাকিম (কলস), বর্তমান ম্যানেজার আশরাফুল হক জাকির (মোরগ), মাজহারুল ইসলাম (হরিণ) এবং রুহুল আমিন (মাছ)। ১নং ওয়ার্ডে আব্দুস সামাদ (বালতি) ও মো. আফাজ উদ্দীন (ফুটবল), ২নং ওয়ার্ডে মো. আব্দুল গনি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন। ৩নং ওয়ার্ডে সাজেদুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪নং ওয়ার্ডে মো. হাসেম আলী (মই) ও মো. আব্দুল মান্নান (ফুটবল) ৫নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬নং হাসানুল কাদির (বালতি) ও মো. রমযান আলী (ফুটবল), ৭নং মো. রবিউল হক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৮নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম (ফুটবল) ও মো. মতিয়ার রহমান (মই) ৯নং আবুল কাশেম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়)। সমিতির নিজ কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটা গ্রহণ অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ