দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কালিয়াবকরী গ্রামের মাঠ থেকে অবৈধ পন্থায় মাটি কেটে বিক্রির অপরাধে অভিযুক্ত মাটি ব্যবসায়ী ওলিউল্লাহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ী ওলিউল্লাহ কালিয়াবকরি গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকালে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি মাদরাসা সংলগ্ন মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরী গ্রামের কাওমী মাদরাসা সংলগ্ন মাঠে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ পন্থায় মাটি উত্তোলন করার অভিযোগে কালিয়াবকরী গ্রামের মিনাজ উদ্দীনের ছেলে ওলিউল্লাহকে আটকসহ দুটি ট্রাক্টর ও ১টি ভেকু মেশিন জব্দ করা হয়। এসময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতে তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ নগদে পরিশোধ করে মুক্ত হন মাটি ব্যবসায়ী ওলিউল্লাহ। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.