কার্পাসডাঙ্গা প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি পদক-২০২৫ এ ভূষিত হওয়ায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরকে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের গর্ভনিং বডির সভাপতি মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও গর্ভনিং বডির সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, আবুল কাশেম, মো. বিল্লাল হোসেন, গিয়াসউদ্দিন, ইব্রাহিম হোসেন, আব্দুর রহমান, ইদ্রিস আলী, আয়ুব হোসেন, বিলাল হেসেন, প্রভাষক গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, আশরাফ আলী, পলাশ ঘোষ, মো. সালাউদ্দিন, মো. শামিমুর রহমান, শাফিয়া খাতুন, শেফালী খাতুন, তানিয়া খাতুন, শরিফুল সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. শরিফুল, মো. মকছেদুল, সাদিকুর রহমান রুবেল, মো. সাইফুল, নাজমা আক্তার বানু, ফাতিমা খাতুন, প্রদর্শক জাহিদুল ইসলাম, শফিকুল ইসলামম। মনিরুজ্জামান মনির জানান, একুশে স্মৃতি সংসদের মহতী উদ্যোগে আমাকে একুশে স্মৃতি পদকে ভূষিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার এই অর্জন আমার প্রাণপ্রিয় দামুড়হুদা উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করলাম।
উল্লেখ্য গত শুক্রবার বিকেল ৪টায় ঢাকাস্থ হোটেল অর্নেট থ্রি-স্টারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক পদক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.