কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাসকে চোখের জলে শেষ বিদায় জানালো শ শ সর্বস্তরের মানুষ। গতকাল শুক্রবার সকাল থেকেই আবু সাঈদ বিশ্বাসের বাড়িতে ঢল নামে শোকাহত শতশত মানুষের এবং বেলা ১১টার সময় কুতুবপুর-মুন্সিপুর নিজামীয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় বিএনপি নেতা আবু সাঈদ বিশ্বাসের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, মেহেরপুর জেলা বিএনপির যুগ্মআহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি খোকন খান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, দামুড়হুদা উপজেলা জামায়াত ইসলামীর আমির নায়েব আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। এ সময় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে কুতুবপুর কবরস্থানে মরদেহের দাফনকার্য সম্পন্ন করা হয়।
উল্লেখ্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস গতপরশু রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.