কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ফেনসিডিলসহ ইজিবাইক চালক মহিউদ্দিন (৪০) আটক হয়েছে। মহিউদ্দিন সদর উপজেলার উকতো গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমানের নেতৃত্বে এএসআই জাহিদুল ইসলাম ও এএসআই মসলেম উদ্দীনকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফাঁড়ির সামনে থেকে ইজিবাইকের ছিটের তলায় থাকা ১শ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক চালক মহি উদ্দিনকে আটক করেন। এসময় ইজিবাইকটিও উদ্ধার করা হয়। ফাঁড়ির আইসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির সামনে থেকে উক্ত গ্রামের ইজিবাইক চালক মহিউদ্দিনকে ১শ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ফেনসিডিল তার ইজিবাইকের ছিটের তলায় ছিলো।