দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বদনপুরের কলেজছাত্র মাসুদ হাসান রঞ্জুকে হত্যার ঘটনায় মামালা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যার রহস্য উদঘাটনে জিজ্ঞেসাবাদের জন্য হুমায়ুন কবীর নামে একজনকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। গতকাল সোমবার দুপুরে নিহতের ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। বিকেলেই জানাজা নামাজ শেষে দাফন করা হয়েছে মরদেহটি। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উন্মোচন করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত রোববার রাত আনুমানিক ৮টার দিকে দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের আজিজুর মীরের ছেলে কলেজছাত্র মাসুদ হাসান রঞ্জুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মরদেহটির ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। গতকাল সোমবার বিকেলে মরদেহটির দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনার পরদিন সোমবার সকালে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞেসাবাদের জন্য একই গ্রামের নুর ইসলামের ছেলে হুমায়ুন কবিরকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতের পিতা আজিজুর মীর বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে, ঘটনার পরদিন সোমবার লোকমুখে হুমায়ুন ও একই গ্রামের জৈনেক ব্যক্তির স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনার বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। এখন জনমনে প্রশ্ন উঠেছে; তবে কি কারো পরকীয়া প্রেমের বলি হতে হয়েছে মাসুদ হাসান রঞ্জুকে? এ বিষয়ে তেমন কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে পরিষ্কার করে কিছু জানা যায়নি।
দামুড়হুদা মডেল থানার ওসি মো হুমায়ুন কবির বলেন, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হুমায়ুন কবির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। গতকালই নিহতের পিতা আজিজুর মীর বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশি জাল বিছানো হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত রোববার সকালে দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের আজিজুর মীরের কলেজপড়ুয়া ছেলে মাসুদ হাসান রঞ্জু মাঠে ভুট্টা ক্ষেতে সেচ দিতে এসে নিখোঁজ হয়। ওই দিনই রাতে ভুট্টা ক্ষেত থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.