দামুড়হুদার উত্তর চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ২২জন আহত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার উত্তর চাঁদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ২২জন আহত হয়েছে। উভয় পক্ষের আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের মৃত আফছার আলীর ছেলে আব্দুল হালিম বাদী হয়ে ২১জনকে নামীয় সহ অজ্ঞাত নামা ১৫/২০জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, দামুড়হুদার উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল হালিম গংদের সাথে একই গ্রামের হায়দার আলী গংদের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান ছিলো। গত একমাস পূর্বে মামলার পক্ষে রায় পায় আব্দুল হালিম গং। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে আদালতের আদেশে আব্দুল হালিম গং জমিতে গেলে হায়দার আলী গং তাদের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের সংঘর্ষে নারী-পুরুষসহ ২২জন আহত হয়েছে। আহতরা হলেন-দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মন্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০), হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মন্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সের ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেন (৩৫) সহ অজ্ঞাত ৫জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। যা নিয়ে আদালতে মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ২২জন আহত হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় এখানে ১৭জনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও মারাত্বক আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত এক পক্ষের অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More