আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আগামী ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের শক্তিই হলো দলের তৃণমূলের কর্মীরা। সে কারণে দলের তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশবিরোধী শক্তি। দেশকে অস্থিতিশীল করতেই নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওই সব অপশক্তি। স্বাধীনতাবিরোধী এসব অপশক্তিকে রুখতে আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে সদা প্রস্তুত থাকতে হবে।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশিকুর রহমান ওল্টু, আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, মুন্সি ইমদাদ, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আমিরুল ইসলাম মন্টু, আবু তাহের, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, মোল্লা কামরুজ্জামান শামীম, বিল্লাল গনি, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব আলী, মকবুল হোসেন, হায়াত আলী, সাজিবার রহমান, শহিদুল রহমান লাল্টু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, সাইরাজ মেহেদী লাবলু, আক্তারুজ্জামান, কালু ঘোষ, জাহাঙ্গীর, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা সাকিব, টিটন, যুবলীগ নেতা সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জুসহ সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ। সভা শেষে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা করা হয়।