দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মাঝি শুকুর আলী
আগামী ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আ.লীগের দলীয় প্রতীক পেয়েছেন তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি শুকুর আলী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের নিকট এ মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক। এটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। এটা আমার শ্রদ্ধাভাজন জেলা, উপজেলা ও ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দের প্রতীক। এটা শান্তি ও উন্নয়নের প্রতীক। সর্বোপরি এটা স্বাধীনতার স্বপক্ষের প্রতীক। এটা আমার কোনো ব্যক্তিগত প্রতীক না। তাই আমি বিশ্বাস করি যারা বাংলাদেশ আওয়ামী লীগ করেন তারা দলের প্রতীকের বাহিরে কেউ যাবেন না। নৌকার জয় পরাজয় মানে আ.লীগের জয় পরাজয়, ব্যক্তি শুকুর আলীর না। দলে মান অভিমান থাকতেই পারে। এ সময় প্রার্থীর সাথে ছিলেন জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আ.লীগ নেতা সামসুজ্জোহা, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, আ.লীগ নেতা হায়দার মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি