দর্শনা অফিস: দর্শনা জয়নগর চেকপোস্ট উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ (এসইউপি, পিএসসিজি)। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান (পিবিজিএম, পিএসসি), দর্শনা কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির প্রমুখ। ফিতা কেটে ও নাম ফলকের পর্দা উঠিয়ে এ কাজের উদ্বোধন করেন। সংক্ষিপ্ত আলোচনা পর্বের পর দোয়া ও মোনাজাত করা হয়েছে। দর্শনা চেকপোস্টে বিজিবির অর্থায়নে পাসপোর্টধারী যাত্রীদের জন্য শেড, বসার জায়গা, হেল্প ডেস্ক, লাগেজ ট্রলি, চেকিং পোস্ট, ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে বিজিবি। ফলে বাংলাদেশের মিররখ্যাত দর্শনা বন্দর চেকপোস্টের সৌন্দর্য বেড়েছে বহুগুণে। সেই সাথে এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ ভ্রমণকারীদের সুবিধাও বেড়ে গেছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, দর্শনা আইসিপি উন্নয়ন আমার স্বপ্ন ছিল। নানা সীমাবদ্ধতার মধ্যদিয়েও কাজগুলো করতে পেরেছি। ফলে এ বন্দর দিয়ে ভ্রমণকারীরা উপকৃত হবে। দেশ ও বিজিবির সম্মান বাড়বে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ