সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ড রুখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি সীমান্তে মাদক, চোরাচালান রোধ ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাংবাদিকদের সাথে। এ সময় লে. কর্নেল কামরুল আহসান বলেন, মাদক ধ্বংস করে দেশ, জাতি, সমাজ, পরিবার ও ব্যক্তিকে। বৃদ্ধি পায় সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ড। ধ্বংসের পথে ধাবিত হয় যুবসমাজ। মাদকের ভয়াল থাবা নিঃশেষ করে দেয় মানুষকে। আর নারী ও শিশু পাচার দেশের ভাবমূর্তি ও সমাজিক মর্যাদাকে ক্ষুণœ করে। আমি মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার। যারা মাদকের বিকিকিনি করে কলুষিত করছে দেশ, জাতি ও সমাজকে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে। মনে রাখতে হবে মাদক চোরাকারাবারীরা দেশের চরম শত্রু। তাই এদের রুখতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সেই সাথে মাদক, নারী পাচার রোধ ও সামাজিক নিরাপত্তা সাধনে নিষ্ঠার সাথে কাজ করতে হবে সকলকে। নারী পাচার, মাদক চোরাচালান ও সীমান্তে অপরাধমূলক কর্মকান্ড রুখতে বিজিবি সবসময় সোচ্চার। চোরাচালানীরা যতোই শক্তিশালী হোক না কেন আপনাদের সহযোগিতা পেলে এদের দমন করা খুবই সহজ হবে। তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ড রুখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই আসুন সমাজ, জাতি তথা দেশের স্বার্থে এদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি নিশ্চিত করি। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, মনিরুজ্জামান সুমন, বর্তমান পরিষদের কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংবাদিক এফএ আলমগীর, মাহমুদ হাসান রণি, আহসান হাবীব মামুন, মেহেদী হাসান তুহিন, জাহাঙ্গীর আলম, আ. হান্নান, আবিদ হাসান রিফাত প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক নজরুল ইসলাম।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ