দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুরের নুহুকে গ্রেফতার করেছে। মামলা দায়ের করা হয়েছে ২ জনের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই মাসুদ রানা এবং এএসআই ইদ্রিস আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে। পুলিশ ঈশ্বরচন্দ্রপুর বড়মসজিদপাড়ার ইসমাইল হোসেনের ছেলে নুহু নবীকে (৩৬) গ্রেফতার করে তার বাড়ির সামনে থেকেই। গ্রেফতারকৃত নুহু নবীর কাছে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই মাসুদ বাদী হয়ে গতকাল শনিবার নুহু নবীসহ জনৈক সাগরের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ