দর্শনা অফিস: প্রায় দেড়শ বছর বয়সি দর্শনা পুরাতন ফাঁড়ির পরিত্যক্ত ভবন ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভবনের দক্ষিণ দিকের ছাদ ও দেয়াল আচমকা ভেঙে পরে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও নুরু খানের বাড়ি থেকে তাহের লন্ডির বাড়ি পর্যন্ত সড়কটি বন্ধ হয়ে গেছে। ফলে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে ওই ভবনটি নিয়ে মামলা সংক্রান্ত কারণে পরিত্যক্ত অবস্থায় ঝুকিপূর্ণ পরিবেশে রয়েছে। ভবনের ছাদ ও দেয়ালের ভাঙ্গাংশ রাস্তায় পরে থাকায় পথচলাচল করতে পারছেনা স্থানীয়রা। দ্রুত রাস্তাটি চলাচলের ব্যবস্থা করণের দাবি তুলেছে থানাপাড়া মহল্লাবাসী।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.