দর্শনা পারকৃষ্ণপুরে নবনির্মিত প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর
প্রবীণরা অবহেলিত নয় তারা আমাদের অগ্রজ অনুকরণীয় ও আপনজন
দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুরে নবনির্মিত আফজাল হোসেন প্রবীণ সামাজিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রবীণ সামাজিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে অনুষ্ঠানের উদ্বোধক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, প্রবীণদের মানোন্নয়নে বর্তমান সরকার নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে। বয়স্কভাতা থেকে শুরু করে অসহায় প্রবীণদের আবাসন ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবীণদের এখন আর বোঝা মনে করা যাবে না। প্রবীণরাই তো আমাদের আপনজন। কারো বাবা, কারো মা, কারো বা গুরুজন। প্রবীণরা যেন কোনোভাবে কষ্ট না পায়, অবহেলায় না থাকে সেদিকে সচেষ্ট থাকতে হবে সকলকে। মনে রাখতে হবে প্রবীণরা অবহেলিত নয় তারা আমাদের অগ্রজ অনুকরণীয় ও আপনজন। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাট্যজন আনোয়ার হোসেন, আ.লীগ নেতা মুন্তাজ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ কর্মকর্তা কামরুজ্জামান যুদ্ধ।
এর আগে দামুড়হুদা উপজেলায় চলমান মুজিববর্ষের ঘরের কাজ সরেজমিন পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএসম জাকারিয়া আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, হাউলী ইউপি সদস্য রিকাত আলী।